যদি মনে হয় আপনি ধীরে ধীরে মানুষ থেকে একটা ব্র্যান্ড এ পরিণত হতে চলেছেন তাহলে একবার একটু থেমে ভেবে দেখুন ... আপনি নিজের সাথেই ভীষন রকম compromise করছেন না তো?... নিজেকে পরিবর্তন করতে গিয়ে কী খুব দম বন্ধ লাগছে? ... রাত্রের ঘুমের মধ্যে ছটফট করতে করতে উঠে পড়ছেন? ... তাহলে একবার চিৎকার করে ওদের মুখের উপর সোজাসাপ্টা বলে দিন... না না না..
উপরের লাইন গুলো যদি interesting লাগে তাহলে অতি অবশ্যই "না তোর জন্য" র পরের show দেখে ফেলুন ...
একদম আজকের সময়ের নাটক ... ভীষণ impactful Dialogue ... এতটাই টানটান নাটক যে আমি interval র সময় পাশের বন্ধুকে জিজ্ঞাসা করে বসলাম "এত তাড়াতাড়ি"... অভিনয়ের ক্ষেত্রে আলাদা ভাবে উল্লেখ করতেই হয় Roudrashish, Amrita, Suman Da, Sanjita ... বাকিদেরকে নাম ধরে চিনি না তাই সবার নাম উল্লেখ করে লিখতে পারলাম না.. তিন বুড়ি র মধ্যে একজন কে request করবো তাঁর voice নিয়ে আরেকবার ভেবে দেখতে .. অন্য দুজনের পাশে একটু বেমানান লেগেছে আমার …
মঞ্চসজ্জা, আবহ ও আলোকসজ্জা যথাযথ ... Sanjita র খোলা গলার গান খুব ভালো লেগেছে .. ওই high tempo র অভিনয়ের মাঝে ওরকম স্নিগ্ধ একটা গান গাওয়া বেশ চাপের ...
অভিনয়ের শেষে দর্শকদের ভালোবাসা বুঝিয়ে দিচ্ছিলো যে এই নাটক আরো অনেক অনেক show করবে ..
গতকাল সস্ত্রীক রবীন্দ্র সদনে হাজির ছিলাম। এই নিয়ে দুবার দেখলাম নাটকটা। আলাদা আলাদা অনুভূতি, আলাদা আলাদা উপলব্ধি... অথচ একই নাটক। এই অনুভূতি ও উপলব্ধিগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো জীবনদর্শনের উপাদান। নাট্যকার ও নির্দেশক সুমন সেনগুপ্ত, এবং দ্বিতীয় সত্ত্বার প্রত্যেকটি কলাকুশলীকে কুর্নিশ। 🙏💐💖
Sanjita দের অপূর্ব সুন্দর একটি নাটক দেখলাম "না তোর জন্য" দ্বিতীয় সত্তা প্রযোজনা। খুব বাস্তবধর্মী বিষয় নিয়ে এই নাটক। প্রত্যেক কলাকুশলী খুব সাবলীল কাজ করেছেন। হাততালি দিতে দিতে হাতের তালু ব্যাথা হয়ে গেলো। রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ সম্পূর্ন ভর্তি।
অবশেষে কালকে নাটকটি দেখার সৌভাগ্য হল Mrinal Kanti Das ও Barnali Das এর সৌজন্যে। পরেরবার দলবল জোগাড় করে দেখতে নিয়ে যাব প্রতিজ্ঞা করেছি।
কাল দেখলাম অসাধারণ সুমন দা আপনার এই প্রযোজনা 🙏 না দেখলে খুব খুব মিস করতাম 🌹
আর আপনার এই নাটকের সংলাপ অনবদ্য আর না জাগানিয়া সংলাপ টি অসাধারণ আর নাটকের গান এতো সুন্দর আর না বলে পারছিনা অভিনয় সবার অনবদ্য কিন্তু তিনটি মেয়ে অভূতপূর্ব 🌹
একরাশ মুগ্ধতা!!! 💗 মন ভরে গেল আজ 🌸🌿
পশ্চিষবঙ্গ নাট্যমেলাতে একটি নাটক দেখবই লক্ষ্য স্থির করেছিলাম। সে ইচ্ছে পূর্ণ, মনও পূর্ণ। দেখব বলে সাড়ে পাঁচটা থেকে লাইন দিয়েছিলাম সামনের সিটে বসার জন্য, সার্থক। আজকাল লেখায় ঘাটতি এসেছে তাই সুন্দর করে লিখে ফেলা সহজ নয়। শুধু আবেদন নাটক ভালোবাসা মানুষ এই নাটক দেখে ফেলুন। আপাতত ওঁদের শো নেই এপ্রিলের আগে। তখনই দেখুন। ধন্যবাদ Suman Sengupta। এক মুঠোভরা ভালোলাগা দিলেন।
আপনার সৈন্যদল বাড়ছে। গোপনে প্রস্তুতি নিচ্ছি আমরা। ছয়টি রিপুর সাথে সংঘাতের যে রাস্তা আপনি বাতলালেন, আর দেখিয়ে দিলেন ভূত বর্তমান তথা ভবিষ্যত দেখে নেওয়া ডাইনিদের মায়াময় রূপ — অলীক কুনাট্যের মাঝে এ এক আশ্চর্য ব্যতিক্রম। যতবার আপনারা মঞ্চে আসবেন, ততবার দেখবো।
নাটক দেখব বলে কিছুই না জেনে অনলাইন টিকিট কেটে আকাদেমী তে হাজির হলাম। দেখে মন ভরে গেল। আরও ভালো লাগল যখন দেখলাম আমার কলেজ পড়ুয়া ছেলে যাদের শিক্ষার মাধ্যমের প্রথম ভাষার সাহিত্য , নাটক,চলচিত্র র সাথেই পরিচিতি বেশি সে ও একাত্ম হয়ে উপভোগ করল। অনেক
সাফল্য কামনা করি।
কারা যেন বলছিল, 'আমরা কি অত বুড়ো যে আত্মজীবনী লিখব'! দু বছর ধরে এই 'আত্মজীবনী' শব্দের সাথে এতটা সখ্যতা গড়ে উঠেছে যে কেমন যেন কাছে এলেই জানান দেয় আর তার সাথে বারবার করা প্রশ্ন 'আমি বলতে ঠিক বুঝি কাকে'?
কথাটা কেন এল বলি। কোন কোন দিনে কেমন যেন হিসেব মেলে না, এমন বেহিসেবি দিনে Academy-এর টিকিট কাউন্টারের সামনে হাত বাড়িয়ে দেওয়াই ভালো। এত কাজের পৃথিবীতে এখানে এখনো অকাজরা প্রশ্রয় পায়। নাটকের নাম 'না তোর জন্য'। নাটকের বিশেষজ্ঞ নই তবু যা দেখলাম তা এককথায় অসাধারণ আর ভালো করে বলতে গেলে অনেকদিন পর এমনকিছু দেখলাম যেখানে শেষবারের জন্য মঞ্চের পর্দাটা বন্ধ হবার সময় সম্বিত ফিরল। প্রশ্নটা থেকেই গেল কে আমি?
আচ্ছা অমিকে আমি চিনি কি? ঠিক করে জানি কি প্রতিদিন মাপা হলে কে জিতবে? জানি কিন্তু জানি না। হাসছি কিন্তু হাসছি না-এর মত। আসলে প্রতিটি দেখার এমনকি নিজেকে দেখারও একটা দৃষ্টিভঙ্গি আছে, দ্বন্দ্ব আছে। এটাই তো resistance। যদি ঘর্ষণশুন্য তল হয়?
বলা হয় কলম সবচেয়ে বড় অস্ত্র, যারা সদ্য কলম ধরতে শিখল, তারা কি অসমতলের এই ঘর্ষণকে চিনতে পারছে? নাকি পৃথিবীময় 'মেইনক্যাম্প'? উত্তর নয়, প্রশ্ন করাকে চিনলাম এই দুঘন্টায়। সব বলে দিলে থাকে কি?
ডেকার্ট বলেছিল, 'I think therefore I am’। না ভাবলে 'আমি' থাকি কি? তাই কিছুই না, নিজেকে 'আমি' বলে চেনার জন্য নাটকটা একবার দেখাই যায়। দেখতে হবে, দেখতেই হবে। সমাজ, সমস্যা, সমসাময়িকতা সবই রইল কিন্তু চাঁদের বুড়ি 'বুড়ি' হল কি? কিছু প্রশ্ন আর উত্তর না পাওয়ার যন্ত্রণা পুরোনো হয় না। পুরোনো হয় না Plato থেকে Aristotle-এর যাত্রা। সত্যিই তো, আত্মজীবনী সত্যিই কি লেখা যায়? নাকি খণ্ড খণ্ড সত্য- মিথ্যে নিয়ে নিজের তৈরি পাঁকে তলিয়ে যেতে যেতে সুখ তুলে দেখা। কেন বারবার? ঐশর্য, বৈভব? - ‘না তোর জন্য'। এমনি একটা চিন্তার জমি তৈরি করল 'দ্বিতীয় সত্তার' এই নাটকটি। সব শেষে রবিঠাকুরের মত কেউ বলে উঠতেই পারে, 'বল তুমি সুন্দর', 'বল আমি ভালোবাসি?'
Sudipa kaal academy te natok dekhlam 'naa for jonno' . Apurno laglo. Jante parlam costume designing tui korechis, choreography tor bhai sukalyan . Sobkichu i more than excellent! Natok r lekhok cum director r kaaj o osamanyo. Erokom natok kora sohoj noy. Chele bari esechilo..Oke niye gechilam..Naturally ora oder medium of education r 1st language r literature/ play egulo besi pore/ dakhe aar bangla natok dakhar sujog o akhon hoy naa tai oke bolte i raji ..ebong dekhe apluto! Anek abhinondon full team k! ❤️
আপনার ফোন নাম্বার আমার কাছে নেই। থাকলে এই কথাগুলো লিখতুম : 'না তোর জন্য' দেখে ফিরছি। এখন মেট্রোয়। কী কাজ করেছেন সেনগুপ্ত মশাই...। টুপি খুলছি আপনাদের জন্য। জানি, কোনও কিছু প্রত্যক্ষ করার পরে-পরে একটা প্রাথমিক মুগ্ধতা কাজ করে। কিন্তু আমি সচেতন ভাবেই বলছি এবং অবশ্যই নিরপেক্ষতার সঙ্গে। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের "হাউসফুল" দেখার পরে বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "পারাপার" পড়ার পরে আমি এমনতর বাকহীন অবস্থায় সপ্তাহ খানেক ছিলুম। বলা যায় এটা ঘোর। কিন্তু প্রাথমিক সেই মুগ্ধতা, অনেক দিন পরেও ফিকে হয় নি। আজও বারে বারে ওদের কাছে আশ্রয় নিই। আর কিছু বলতে পারছিনা...। "না তোর জন্য" সবার জন্য নয়, কারুর কারুর জন্য। কারণ কেউ কেউ কবি…
দেখতে গেছিলাম পিয়ালি, তোকে ব্যক্তিগত ভাবে জানানোই যেত, কিন্তু মনে হলো এখানেই বলি। যা আমাকে ভাবতে নির্দেশ করে তা-ই ভালো লাগে। এই নাটক আমাকে কিছু ভাবনার তারাবাজি দান করিয়াছে, শলাকাটিও দিয়েছে সঙ্গে, নেতা নেত্রীর বাক ভঙ্গি জাল করে সেখানে অগ্নিসংযোগ সম্ভব নয়। এ নাটক আমাকে নিজের ভাষায় কথা বলার সাহস দিয়েছে। আমি তোর নাটকের লোক নই, তবু এ নাটক বলেছে, তুমি নাটকের হও। সে কথা থাক, যেটা বলার তা হলো , তোকে অন্য রকম ভাবে পেলাম এ নাটকে। চমৎকার ভেঙেছিস নিজেকে। তোর sense of pause আমাকে অভিভূত করেছে।
আজ তোর নাটক দেখলাম খুবই ভালো প্রোডাকশন একা তোকে বলবো না সবাই খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে তুই যেহেতু আমার দলের লোক খুব ম্যাচিউরড অভিনেত্রী লেগেছে। সবচেয়ে বড় কথা এই নাটকের বিষয় যেন সময় কথা বলছে মাঝে মাঝে খুব হতাশ লাগতো আজকের নাটকগুলো সময়ের কথাটা বলছে না পরিচালক মহাশয়ের কব্জির জোর আছে খুব স্পষ্টভাবে নাটকের বিষয়টা তুলে ধরেছে নাটকের আলো সেট এবং আবহাওয়া সংগীত গান সবই যেন খুব ব্যালেন্স লেগেছে আগামী দিনে একজন ভালো অভিনেত্রীকে পাচ্ছি। নাটকে তার নাম পিয়ালী সামন্ত। কমরেড এগিয়ে যাও। তোমার দিকে চেয়ে আছে বাংলার নাটক আরো ভালো কাজ তুমি করবে
এমন রঙ কত দিন খেলিনা 💕 এতোটুকু আবীর নেই আমাদের গালে মুখে 💛❤️💚💙 তথাপি কত রঙ নিয়ে ফিরলাম আজ 💗 "না তোর জন্য" একটি দ্বিতীয় সত্তা প্রযোজনা 💚 সম্ভব হলে নাটকটা দেখবেন। পরবর্তী শোয়ের ডেট জানাবো। অভিনন্দন আপনাকে এবং দলের সকলকে সুমনদা 🙏